দেশজুড়ে এ দফার তাপপ্রবাহ আবার ফিরিয়ে এনেছে শরীর জ্বালা পোড়া করার মতো অসহনীয় গরম; যা এসময়ের গড় স্বাভাবিক তাপমাত্রাকেও কোথাও কোথাও ৪ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস; সেখানে মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অধিকাংশ জায়গায় ৩৬ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
টানা চার দিনের এবারের তাপপ্রবাহের বিস্তারে পড়ুছে সারাদেশ। মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কোথাও কোথাও।