দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই ১৯৪৪ সালে যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলোর অবকাঠামোগত ও অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে মিত্রশক্তিভুক্ত ৪৪টি দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডসে এক সম্মেলনে মিলিত হয়ে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) প্রতিষ্ঠা করে। যুদ্ধ শেষ হওয়ার পর (১৯৪৫) জাপানের পুনর্গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়।
আইবিআরডির কাজ ও ম্যান্ডেট আরো বিস্তৃত করে ১৯৪৬ সাল থেকে বিশ্বব্যাংকের যাত্রা হয় এবং ক্রমান্বয়ে এর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ আরো কয়েকটি সংস্থা মিলিত হয়। কালক্রমে বিশ্বব্যাংকের মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য দাঁড়ায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচনে অনুন্নত, উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশগুলোকে ঋণসহায়তা প্রদান। বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য দেশের সংখ্যা ১৮৭।