মুক্তি রানী হত্যার বিচার

আজকের পত্রিকা চিররঞ্জন সরকার প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৬:৫২

একটি মেয়ে নিরাপদে স্কুলে যাবে-আসবে, এটাই প্রত্যাশিত। কিন্তু আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে এই পথটাই ভয়ংকর হয়ে উঠছে। আইনের শাসন ও মূল্যবোধলুপ্ত সমাজে মেয়েরা আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীন। দুর্বৃত্তদের বেপরোয়া হিংস্রতায় মেয়েদের কেবল সারাক্ষণ কুঁকড়ে থাকতেই হচ্ছে না, তাদের জীবনও দিতে হচ্ছে। কেন মেয়েদের এভাবে বলি হতে হবে? শুধু মেয়ে হওয়ার কারণে আর কত দিন হিংস্রতার শিকার হতে হবে?


নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা সত্যিই বিস্ময়কর! প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কাউসার নামে এক দুর্বৃত্ত কয়েকজন সহযোগী নিয়ে মুক্তির ওপর চড়াও হয়। ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। মুক্তি একা ছিল না। এ সময় তার সহপাঠীরাও ছিল। তারপরও মুক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সহপাঠীরা ভয় পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us