গোপালগঞ্জের আমানত ঢাকার তেজগাঁওয়ে একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজার হিসেবে কাজ করেন। দুই সন্তান ও স্ত্রী নিয়ে থাকেন বনশ্রী এলাকায়। সামনে ঈদ। ঈদের দুদিন আগে স্ত্রী-সন্তানদের জন্য ঈদের জামা কিনেছেন। ঈদের আগেরদিন গোপালগঞ্জ যাবেন পরিবার নিয়ে।
তবে ঈদের আগেরদিন সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রী স্বর্ণা। ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বললে চিকিৎসক কয়েকটি টেস্ট করার পরামর্শ দেন। আমানত তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ফোন দিয়ে শোনেন ৮ হাজার টাকার মতো লাগবে টেস্ট করতে। তবে তার কাছে এতো টাকা ছিল না।