বিভিন্ন উপকথায় চাঁদকে দেখানো হয়েছে থকথকে সুবুজাভ পনিরের পিণ্ড। অবশেষে রায় এলো চাঁদ তো পনিরের তৈরি নয়ই, সঙ্গে পাওয়া গেলো চাঁদের গঠন নিয়ে বাস্তুনিষ্ঠ প্রমাণ।
গবেষণায় উঠে এসেছে চাঁদের ভেতকার গঠন নিরেট, ঘনত্ব অনেকটাই লোহার কাছাকাছি। চাঁদের অভ্যন্তরে গঠন কঠিন না গলিত; বিজ্ঞানী মহলে দীর্ঘদিনের বিতর্কের বুঝি অবসান হলো এবার। আর এ নিয়ে নিবন্ধ ছেপেছে বিজ্ঞান সাময়িকী নেচার।
বিশেষজ্ঞরা বলছেন এবার চাঁদের পূর্ণাজ্ঞ ইতিবৃত্ত ও সৌরজগতের নানান অজানা দিক জানা যাবে।