একটি পার্কে যদি একজন শিশু ঢুকতে না পারে, তাহলে সেই পার্ক বন্ধ করে দেয়া উচিত। সেখানে রংপুরের চিকলি পার্কে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আল আয়মান ইয়ানাতকে ঢুকতে দেয়া হয়নি। বাবা-মায়ের একমাত্র সন্তান ১১ বছরের এই শিশুটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত।
কন্যা ইয়ানাতকে নিয়ে মা রিজা রহমান সব প্রতিকূলতাকে জয় করে পথ চলেছেন এতগুলো বছর। কিন্তু এবার পার্কে প্রবেশ করতে না পেরে থমকে গেছেন তারা। থমকানোরই তো কথা, কারণ চিকলি ওয়াটার পার্কে গিয়ে ইয়ানাত ও তার মা রিজা রহমানকে শত শত মানুষের সামনে পার্ক কর্তৃপক্ষ অপমান করেছে, হেনস্তা করেছে। আর এর প্রতিবাদ হিসেবে শিশুটির মা রংপুরে সংবাদ সম্মেলন করেছেন। তার দাবি, দেশের আর কোনো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে যেন এমন হেনস্তার শিকার হতে না হয়।