বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানি প্রধানদের জনগণকে সুনিশ্চিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ঝুঁকি থেকে সুরক্ষার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ।
বৃহস্পতিবার এআই সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধানদের হোয়াইট হাউজে ডেকে সমাজ রক্ষায় তাদের ‘নৈতিক দায়িত্বের’ বিষয়টি জানানোর কথা প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
হোয়াইট হাউজ পরিষ্কার করে বলেছে, তারা এই খাতে আরও বেশি নিয়ন্ত্রণ আনতে পারে।
চ্যাটজিপিটি ও বার্ডের মতো সম্প্রতি আত্মপ্রকাশ করা বিভিন্ন এআই চ্যাটবট এরইমধ্যে জনগণের নজর কেড়েছে। এইসব চ্যাটবট সাধারণ ব্যবহারকারীদের ‘জেনারেটিভ এআই’ নামে পরিচিত এক ব্যবস্থার সঙ্গে কথোপকথনের সুযোগ দেয়। আর এগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একাধিক সূত্র থেকে তথ্য সংক্ষেপে আনতে, কম্পিউটার কোড ডিবাগ করতে, প্রেজেন্টেশন লিখতে এমনকি বিভিন্ন এমন কবিতা শোনাতে পারে, যা খালি চোখে মানুষের লেখা হিসেবে বিবেচিত হতে পারে।