রাজধানীর শেওড়াপাড়া এলাকার মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল যে ভবন থেকে সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢিল ছোড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি শনাক্ত করা হয়।
শনিবার (৬ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য দেন।
তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে।
এমএএন সিদ্দিক জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।