পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় নেতা–কর্মীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষের দাবি, ত্যাগী নেতাদের বাদ দিয়ে বহিষ্কৃত নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একদিকে দলের ভাবমূর্তি নষ্ট ও দলীয় কর্মকাণ্ডে ভাটা পড়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির ছয়টি ইউনিয়ন কমিটি গঠনের দায়িত্ব থাকলেও একটি কমিটিও হয়নি।
তবে অন্য পক্ষ বলছে, নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। নেতা–কর্মীরাও চাঙ্গা আছেন। ইউনিয়ন কমিটি গঠনসহ দলীয় সব কর্মকাণ্ড সঠিকভাবে চলছে।
প্রায় এক বছর আগে বিএনপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল হাকিম খানকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির গুরুত্বপূর্ণ পদ চেয়ে বাদ পড়েন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন জোয়াদ্দার ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ কয়েকজন নেতা। এরপরই দলে দ্বন্দ্ব দেখা দেয়। দুভাগে বিভক্ত হতে থাকেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। শুরু হয় অভ্যন্তরীণ কোন্দল। এক পক্ষ কোনো কর্মসূচি দিলে অন্য পক্ষ তাতে অংশ নেয় না।