বালু জব্দ ৫০ লাখ ঘনফুট নিলামে ২৫ লাখ

সমকাল প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১১:৩২

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদী ড্রেজিং প্রকল্পের এলাকা থেকে জব্দ ৫০ লাখ ঘনফুট বালুর অর্ধেকই উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযানের প্রায় ৫০ দিনের মধ্যে এসব বালু উধাও হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সঙ্গে যোগসাজশে এসব বালু উধাও হয়েছে। তবে, ইউএনওর দাবি, স্পটে যতটুকু বালু পাওয়া গেছে কমিটি তাই নিলাম দিয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। সাঙ্গু নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং প্রকল্পের এলাকা থেকে অবৈধভাবে তোলা বালু বিক্রির সময় সৈকত দাশ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন তিনি। একই সঙ্গে ওই স্থান থেকে ৫০ লাখ ঘনফুট বালু এবং এক্সক্যাভেটর ও ট্রাক জব্দ করেন ম্যাজিস্ট্রেট। এ সময় সৈকতকে ১ লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ হওয়া বালু ও এক্সক্যাভেটর স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর জিম্মায় দেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us