শেষ ৮ বলে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ছিল ১০ রান। এর মধ্যে আবার একটি ফ্রি হিটও ছিল। তারপরও এই ম্যাচটা জিততে পারলো না এইডেন মার্করামের দল। ৫ রানের নাটকীয় জয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইলো কলকাতা নাইট রাইডার্স।
১০ ম্যাচে কলকাতার পয়েন্ট এখন ৮। শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্ট ১২। চারে রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১০। অর্থাৎ ব্যবধান খুব বেশি নয়। সেরা চারে থাকার সম্ভাবনা এখনও ফুরিয়ে যায়নি নিতিশ রানার দলের। কলকাতার জয়ের নায়ক বরুন চক্রবর্তী। বিস্ময় এই স্পিনার শেষ ওভারে তিনটি ডটসহ ৩ রান দিয়ে নেন একটি উইকেট।ফলে ১৭২ তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রানেই থেমেছে হায়দরাবাদ।