বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী কোভিড-১৯ সংক্রান্ত ‘জরুরি অবস্থা’ এখনও জারি রাখা দরকার কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল।
ডব্লিউএইচও-র এই ‘জরুরি অবস্থা’ কোভিড মহামারীর ওপর আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ ধরে রাখায় সহায়তা করে আসছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ৩০ জানুয়ারি কোভিডের জন্য তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করে, তারপর থেকে প্রতি তিন মাস অন্তর হওয়া বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্যানেল এখন পর্যন্ত সতর্কতার ওই স্তর বহাল রেখেছে।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ নিজেদের জারি করা কোভিড সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেওয়া শুরু করেছে।