দুই দিন আমদানি-রফতানি বন্ধ হিলি স্থলবন্দরে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১২:২৯

বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদান-রফতানি বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এদিনও বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী শনিবার থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us