উবারে কোন দিনের যাত্রীরা বেশি ভুল করেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১২:১০

বিশ্বের যেসব শহরের মানুষ উবারে সবচেয়ে বেশি জিনিসপত্র রেখে যান সেই তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের সপ্তম সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


যেখানে বলা হয়েছে, শুক্রবারের যাত্রীরা উবারে সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান। যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস হলো - মোবাইল, ব্যাগ, ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র।


চলতি বছর ঈদের মৌসুমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। বেশিরভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।


গত বছর বাংলাদেশ জুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দু’টি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। বাংলাদেশীরা উবারে এরকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, তেমনি ভুলে রেখে গেছেন ল্যাপটপের মতো প্রয়োজনীয় বস্তুও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us