সংগীত নিয়ে দেশের প্রধান প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’। দীর্ঘ দিন ধরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার শুরু হয়েছে সেরাকণ্ঠের সপ্তম সিজন। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে নতুন সিজনটির টিভি সম্প্রচার।
খবরটি নিশ্চিত করেছেন প্রতিযোগিতার প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘অসাধারণ সব প্রতিযোগী পেয়েছি এবার। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছে। মেধাবী প্রতিযোগী আর গুণী বিচারকসহ সামগ্রিক আয়োজন নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’