এবার গ্রাহকদের বাড়িও খুঁজে দেবে চ্যাটজিপিটি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মে ২০২৩, ২১:০১

নিজস্ব প্রযুক্তি ব্যবস্থায় চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন আবাসন কোম্পানি জিলো। সম্ভাব্য ‘জিলো চ্যাটজিপিটি’ নামের এই সুবিধা ব্যবহার করে গ্রাহকরা নতুন বাড়ি খোঁজার সুযোগ পাবেন।


যাদের কাছে এরইমধ্যে প্লাগ-ইন সুবিধাটি চালু হয়েছে, তারা কী ধরনের সম্পত্তি কিনতে বা ভাড়া নিতে চান, এর অবস্থান, মূল্য ও বেডরুমের সংখ্যার মতো মানদণ্ড জানার উদ্দেশ্যে চ্যাটজিপিটিকে নির্দেশ দিতে পারবেন। পরবর্তীতে, চ্যাটবটটি জিলো’র ডেটাবেজ খোঁজ করে তাকে কয়েকটি বাড়ির অপশন দেখাবে।


বর্তমানে হাতে গোনা কিছু সংখ্যক চ্যাটজিপিটি ব্যবহারকারী এই প্লাগ-ইন সুবিধা ব্যবহারের সুযোগ পেলেও ভবিষ্যতে এর প্রবেশাধিকার আরও বিস্তৃত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।


“জেনারেটিভ এআই মানুষের তথ্য খোঁজার উপায় বদলে দিচ্ছে।” --বিবৃতিতে বলেন জিলোর প্রযুক্তি প্রধান ডেভিড বিটেল।

“আমরা এর অপার সম্ভাবনার কথা জানি। ভবিষ্যতে ওপেনএআই’র প্রযুক্তির সহায়তায় তুলনামূলক বেশি প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে কাজ করতেও আমরা আগ্রহী।”


‘ন্যাচারাল-ল্যাংগুয়েজ সার্চ’ নামে পরিচিত জিলোর নিজস্ব ফিচার চালু করার মাত্র কয়েক মাস পরই এই ঘোষণা এলো। ফিচারটির মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন কথোপকথনমূলক বাক্যাংশের সহায়তায় ওয়েবসাইটের সার্চ বারে অনুসন্ধান চালানোর সুযোগ পান। এআই চালিত সার্চ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এটিই ‘প্রথম শীর্ষ আবাসিক রিয়েল এস্টেট মার্কেটপ্লেস’ বলে সে সময় এর প্রচারণা চালিয়েছে জিলো।


২০২১ সালের শেষে নিজেদের ‘বাড়ি কেনার প্রকল্প’ বন্ধের পর, কোম্পানির মূল ব্যবসা অর্থাৎ ‘বাড়ি খোঁজা ও মূল্য নির্ধারণের’ দিকে মনযোগ দিয়েছে জিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us