পাকিস্তানের বিপক্ষে বড় হার টাইগার যুবাদের

সমকাল প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৯:০২

প্রথম ইনিংসের ব্যর্থতার পরেই বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শাহরিয়ার সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ানোয় ড্রয়ের সম্ভাবনাও জেগেছিল। তবে শেষ পর্যন্ত ১০ উইকেটের বড় হারই সঙ্গী হয়েছে টাইগার যুবাদের।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১৪৯ রানে। বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত রান দুই অঙ্কে নিতে পারেন কেবল তিন ব্যাটার। ৮ চারে ১১১ বলে সর্বোচ্চ ৫৬ রান আসে শেখ পারভেজ জীবনের ব্যাটে। এছাড়া শাহরিয়ার সাকিব ৯৮ বলে ৪৮ রান করে আউট হন, ৪৭ বলে ১৮ রানে অপরাজিত থাকে ওয়াসি সিদ্দিক। পাকিস্তানের পক্ষে আমির হাসান ৪ ও মোহাম্মদ ইসমাইল তিন উইকেট নেন।


জবাবে শাহজাইব খানের ১৭৪ রানের সৌজন্যে ৪২০ রান করে পাকিস্তান। এছাড়া ১৪৪ বলে ৬৭ রান করেন ওবাইদ শহীদ। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক নেন পাঁচ উইকেট।


বিপরীতে দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ থামে ২৯২ রানে। ২৩৫ বল খেলে সর্বোচ্চ ১০৬ রান করেন শাহরিয়ার সাকিব। ২০১ বলে ৭৯ রান করেন উদ্বোধনী ব্যাটার আশিকুর রহমান। তবে সফরকারীদের সামনে কেবল ২২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেটি কোনো উইকেট না হারিয়েই টপকে যায় পাকিস্তানের যুবারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us