রুয়ান্ডায় ভারি বৃষ্টির পর হড়কা বানে ৯৫ মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৬:৪৮

আফ্রিকার দেশ রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির পর হড়কা বানে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে।


বুধবার দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৯৫ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন এবং বেশ কয়েকজন তাদের বাড়িতে আটকা পড়েছেন।


ওয়েস্টার্ন প্রভিন্সের গভর্নর হাবিতেগেকো ফ্রাঁসোয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সারারাত ধরে ভারি বৃষ্টি হয়েছে, এতে এনগোরোরেরো, রুবাবু, নয়াবিহু, রুকসিরো, কারোঙ্গি জেলায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।


“আমরা বহু প্রাণ ও পরিবারকে হারিয়েছি। যারা তাদের বাড়ির নিচে আটকা পড়েছেন এবং আহতদের কথা না বললেই নয়। যতজনকে সম্ভব আমরা উদ্ধার করার চেষ্টা করছি।

“আগের দিনও বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে ছিল, পরের বৃষ্টিতে ভূমিধসে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়।”  


তিনি আরও জানান, মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে এবং রুকসিরো জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নয়াবিহুতে ১৯ জন এবং রুবাবু ও এনগোরোরেরো, এই দুই জেলার প্রত্যেকটিতে ১৮ জন করে মারা গেছেন।


দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি তাদের টুইটার একাউন্টে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে, তাতে দেখা গেছে, রাস্তার ওপর দিয়ে কর্দমাক্ত পানির স্রোত বয়ে যাচ্ছে আর দ্রুত প্রবাহমান পানির ধাক্কায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us