শুধু শীতকালে নয়, অনেকের গরমেও ঠোঁট ফাটে। গরমে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। এতে ত্বকের মতো ঠোঁটও অত্যাধিক শুষ্ক হয়ে পড়ে। ফেটে যাওয়া ঠোঁট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। লিপস্টিক লাগাতে গেলে ফাটা অংশগুলি আরও ফুটে ওঠে। এই সমস্যা এড়াতে লিপস্টিক লাগানোর আগে কিছু নিয়ম মানা জরুরি। যেমন-১. রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে কোনও মাস্ক ব্যবহার করুন। সাধারণত মুখ কিংবা চুলে অনেক ধরনের মাস্ক লাগানো হয়।
ঠোঁটের জন্যও এটা করতে পারেন। সেক্ষেত্রে ঘরে তৈরি কোনও মাস্ক লাগান। ঠোঁটের বাম লাগালে চলবে না। এমন কিছু লাগাতে হবে, যা তার চেয়েও বেশি আর্দ্র রাখবে ঠোঁট। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগানো এ ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে।