অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০২ মে ২০২৩, ১৪:৫৩

১৫ মাস পর টেস্ট র‍্যাংকিংয়ের সিংহাসন থেকে নামল অস্ট্রেলিয়া। তাদের সরিয়ে শীর্ষে উঠেছে ভারত।


গত মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। কিন্তু সেই সময় শীর্ষস্থান কেড়ে নিতে পারেনি। কিন্তু আইসিসির বার্ষিক র‍্যাংকিং আপডেটে ঠিকই চূড়ায় উঠে এল রোহিত শর্মার দল।


বার্ষিক র‍্যাংকিং করার সময় ২০২০ সালের মে মাস থেকে এখন পর্যন্ত যত আন্তর্জাতিক সিরিজ হয়েছে সেগুলো বিবেচনা করেছে আইসিসি।  তবে ২০২২ সালের মে মাসের আগ পর্যন্ত অনুষ্ঠিত সিরিজগুলোকে ৫০ শতাংশ ও এর পরবর্তী সিরিজগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১১৬।  নতুন র‍্যাংকিং প্রকাশিত হওয়ার আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১২২। অন্যদিকে দুই পয়েন্ট বেড়েছে ভারতের। ১১৯ থেকে তাদের রেটিং পয়েন্ট এখন ১২১। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us