যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশি ভ্রমণকারীদের করোনার টিকা নেওয়ার প্রয়োজনীয়তার বিধি শেষ হতে যাচ্ছে শিগগিরই। সোমবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে।খবর সিএনএন।
এদিকে সোমবার হোয়াইট হাউজ বলেছে, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি ১১ মে শেষ হবে। একই দিন (১১ মে) যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে। খবর ওয়াশিংটন পোস্ট।
এই খবরকে স্বাগত জানিয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে বলা হয়, এই বিধিনিষেধ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে।