তালিবান ইস্যু এবং আফগানিস্তানের নারীদের কাজে ও স্কুলে যেতে বাধা দেওয়া নিয়ে কাতারে একটি বৈঠক আয়োজন করছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দুই দিনের এই আলোচনায় প্রায় ২৫টি দেশ ও গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূতরা থাকবেন।
তালেবান সরকারকে অবশ্য এ আলোচনার আমন্ত্রণ জানানো হয়নি এবং বৈঠকের আগে তালিবান সরকারের স্বীকৃতির প্রশ্নটি বড় আকার ধারণ করেছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসা শাসকদের স্বীকৃতি দেওয়ার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করতে আফগান নারীদের একটি ছোট দল কাবুলে প্রতিবাদ মিছিল করেছে।