ঘরের মাঠে শিরোপা নিশ্চিতে ব্যর্থ হয়ে ক্ষমা চাইলেন নাপোলি কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৩, ১৭:১১

মঞ্চ ছিল প্রস্তুত, প্রয়োজন স্রেফ একটি জয়। ৩৩ বছর পর সেরি আ জয়ের উদযাপনের জন্য সালেরনিতানারের বিপক্ষে ম্যাচে তাই দর্শকের ঢল নেমেছিল নাপোলির ঘরের মাঠে। তবে ড্র করে তাদের হতাশ করে নেপলসের দলটি। এজন্য দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নাপোলি কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। তবে তার বিশ্বাস, উদযাপন স্রেফ কিছুটা পিছিয়ে গেছে। 


ইতালির শীর্ষ লিগে গত রোববার দিনের অন্য ম্যাচে ইন্টার মিলানের কাছে ৩-১ গোলে হেরে যায় দুইয়ে থাকা লাৎসিও। এতে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে সালেরনিতানারের বিপক্ষে মাঠে নাপোলি। 


৬২তম মিনিটে মাথিয়াস অলিভেরা তাদের এগিয়ে দেওয়ার পর জয়ের সুবাস পাচ্ছিল নাপোলি। কিন্তু বিধিবাম! ৮৪তম মিনিটে স্বাগতিকদের উৎসবমুখর পরিবেশ স্তব্ধ করে সমতা টানে সালেরনিতানার, গোল করেন ফরোয়ার্ড বুলায়ে দিয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us