ছবি ফাঁস: ‘মসৃণ, প্রায় ফাঁকবিহীন কব্জা’ গুগল পিক্সেল ফোল্ডে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৩, ১০:৫৭

গুগলের ‘আই/ও’ আয়োজনে এখনও দুই সপ্তাহ বাকি থাকলেও এরইমধ্যে ক্রমাগত ফাঁস হতে শুরু করেছে পিক্সেল ডিভাইস হিসেবে দাবি করা বিভিন্ন ছবি। এর মধ্যে সম্ভাব্য পিক্সেল ফোল্ড ডিভাইসের ছবিও রয়েছে।


টুইটারে পিক্সেল ফোল্ড ডিভাইসের দুটি ‘৪কে’ সংস্করণের ছবি শেয়ার করেন মার্কিন ব্লগার ও প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের সাবেক সম্পাদক ইভান ব্লাস। ছবিগুলো প্রায় নিশ্চিতভাবে গুগল থেকে আসায় একে এখন পর্যন্ত ডিভাইসের ‘সেরা প্রকাশিত চেহারা’ হিসেবে আখ্যা দিয়েছে এনগ্যাজেট।


দুর্ভাগ্যবশত ভাঁজযোগ্য এই ডিভাইসের সামনের অংশের কোনো ছবি পোস্ট করেননি ব্লাস। তাই, ২১ এপ্রিল আরেক ফাঁসকারী কুবা ওজসিচোস্কির আপলোড করা সম্ভাব্য পিক্সেল ফোল্ড ডিভাইসের ভিডিও’র সঙ্গে আপাতত এর তুলনা করা যাচ্ছে না। আর ডিভাইসের পেছনের অংশের ছবি থেকে এর ক্যামেরা সম্পর্কেও তেমন ধারণা মেলে না।


যাইহোক, ব্লাসের ছবিতে এমন এক ডিভাইস দেখা গেছে, যা আগের ফাঁস হওয়া ছবিগুলোর তুলনায় দেখতে মসৃণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us