সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতা আবু হুসেইন আল-কুরায়শিকে তুরস্ক বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত আগস্টে আবু হুসেইন আল-কুরায়শির পূর্বসূরি নিহত হওয়ার পর তিনি নিজ গোষ্ঠীটির দায়িত্ব নেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরুস্কের প্রেসিডেন্ট এরদোগান সংবাদ সংস্থা টিআরটি তুর্ককে বলেছেন, শনিবার তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে আইএস নেতাকে হত্যা করা হয়েছে। আইএস এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোন মন্তব্য করেনি।
তবে বিবিসি প্রেসিডেন্ট এরদোগানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।