ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)’। তবে এই তদন্ত সম্পূর্ণ করতে শীর্ষ আদালতের কাছে আরও ছয় মাস সময় চেয়েছে সেবি।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, আগামী ২ মে এই তদন্তের প্রতিবেদন দেওয়ার কথা ছিল সেবির। ঠিক তার আগেই সময় বাড়ানোর আবেদন করল তারা।