পাঞ্জাবে কারাখানার গ্যাস ছড়িয়ে ১১ মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১৫:২৫

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় গিয়াসপুরা এলাকার একটি কারখানায় গ্যাস লিকের ঘটনায় অচেতন হয়ে পড়া ১১ জনের মৃত্যু হয়েছে।


এ ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।


খবর পেয়েই একটি উদ্ধারকারী দল ছুটে গেছে, ঘটনাস্থলে চিকিৎসক, একটি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর একটি দলকে কাজ করতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।


জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।


মারা যাওয়া ১১ জনের মধ্যে ৫ নারী এবং ১০ ও ১৩ বছর বয়সী দুটি ছেলেও আছে বলে জানিয়েছে পুলিশ।


“এটি একটি গ্যাস লিকের ঘটনা। লোকজনকে সরিয়ে নিতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে, তারাই উদ্ধার অভিযান চালাবে,” বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী তিওয়ানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us