বহিষ্কারাদেশ কাটিয়ে আবারও দলীয় প্রার্থীর সঙ্গে ভোটে লড়তে মনোনয়নপত্র দাখিল করে আলোচনায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তার প্রার্থিতা টিকবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জাহাঙ্গীর অবশ্য দাবি করেছেন, তিনি সব ‘ফাঁক ফোকর বন্ধ করে’ তবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এটি বাতিল হওয়ার কোনো কারণ নেই।
তবে এই প্রশ্নের উত্তর মিলবে রোববার। কারণ এ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কি না, তা যাচাই-বাছাই হবে এদিন।
আগামী ২৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীরের দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন প্রবীণ নেতা আজমত উল্লা খান। দল মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পাবেন তিনি।
জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধু নিজেই নয়, মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
সেই কারণে অনেকের ধারণা, নিজের মনোনয়নপত্র বাতিল হওয়ার শঙ্কা থেকেই জাহাঙ্গীরের এই পদক্ষেপ।
জাহাঙ্গীরের তৎপরতা ১০ বছর আগে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের স্মৃতি ফিরিয়ে এনেছে।