টেক্সাসে গুলির শব্দে আপত্তি করায় ৫ প্রতিবেশীকে হত্যা

বণিক বার্তা প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১০:০০

আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের অনুশীলন নিয়ে আপত্তি জানানোয় পাঁচ প্রতিবেশীকে গুলিতে হত্যা করেছে এক ব্যক্তি। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশ। খবর বিবিসি।


গত ২৮ এপ্রিল রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে এ ঘটনা ঘটে।


নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা। তাদের মধ্যে আট বছরের শিশুও রয়েছে।


স্থানীয় শেরিফ গ্রেগ ক্যাপার্স জানান, নিহতদের মধ্যে দুজন নারী। বেঁচে থাকা দুই শিশুর ওপর পড়ে থাকতে দেখা গেছে তাদের। শেরিফের ধারণা, ওই নারীরা গুলি থেকে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিলেন।


সন্দেহভাজন মেক্সিকোর নাগরিক ফ্রান্সিসকো ওরোপেজ (৩৮) পলাতক। ধারণা করা হচ্ছে, তিনি এখনো সশস্ত্র রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি খুনের অভিযোগ আনা হয়েছে।


ফ্রান্সিসকো কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে পারেন। তার খোঁজে কুকুর ও ড্রোন ব্যবহার করছে পুলিশ।


তদন্তকারীদের বিশ্বাস, ঘটনার সময় ফ্রান্সিসকো মদ্যপ ছিলেন। তার বন্দুক অনুশীলনের শব্দে পাশের বাড়ির শিশুরা ঘুমাতে পারছিল না। তাই তাকে অনুশীলন বন্ধ করতে বলেছিল ভুক্তভোগীরা। জবাবে ফ্রান্সিসকো বলেছিল, তিনি নিজের বাড়ির উঠোনে যা ইচ্ছা তা-ই করবেন। এভাবে তর্কের সূত্রপাত। এরপর প্রতিবেশীদের বাড়ি গিয়ে আক্রমণ করে বন্দুকধারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us