এবার ক্ষান্ত দাও, নির্দেশ ৬০০ শিশুর জন্মে শুক্রাণুদাতাকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫০

অন্তত ৬০০ শিশুকে জন্মদানে সহায়তা করেছে নেদারল্যান্ডসের শুক্রাণুদাতা জোনাথন; তবে এতজনকে শুক্রাণু দানের বৈধতা দেশটির আইনে নেই। ফলে আর কখনও কোনো সন্তানের জন্মদানে সহায়তা না করতে তাকে নির্দেশ দিয়েছে আদালত।


আদালতের এ নির্দেশ না মানলে ৪১ বছরের এই যুবককে অন্তত এক লাখ ইউরো জরিমানা গুনতে হতে পারে।


বিবিসি জানিয়েছে, এর আগে ২০১৭ সালে ফার্টাইলিটি ক্লিনিকে স্পার্ম দানে নিষেধাজ্ঞা এসেছিল; তখনই জোনাথন ১০০ এর বেশি শিশুর ‘বায়োলজিকাল ফাদার’।


ডাচ ক্লিনিকের নির্দেশনা অনুযায়ী, একজন দাতা সর্বোচ্চ ১২টি পরিবারে ২৫টির বেশি শিশুর জন্মে স্পার্ম সহায়তা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us