স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। কিন্তু বাস চালাতে চালাতে মাঝ রাস্তায় আচমকাই জ্ঞান হারান চালক। বিষয়টি লক্ষ্য করে বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির ছাত্র ডিলন রিভস। বাসটি যখন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সে সময়েই স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে।
চালকের জ্ঞান হারানোর বিষয়টি জানতে পেরেই কান্নাকাটি শুরু করে দেয় শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ জানায়, বাসের সবাই আতঙ্কিত হয়ে পড়লেও নিজেকে স্থির রেখেছিল রিভস। তারপর সে ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে ও ব্রেকে পা দিয়ে বাসটিকে থামায়। তারপর ইঞ্জিন বন্ধ করে দেয়।