আফগানিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের বিশেষ দূতদের জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে আমন্ত্রণ জানালেও তাতে থাকছেন না তালেবান প্রশাসনের কেউ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দোহায় সোম ও মঙ্গলবারের বৈঠকে তালেবান প্রশাসনের কাউকেই আমন্ত্রণ জানাননি আন্তোনিও গুতেরেস।
স্টিফেন ডুজারিক বলেন, ‘আফগানিস্তান প্রশ্নে বৈঠক হলেও মহাসচিব ডি ফ্যাক্টো কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান নি’।এক সপ্তাহ আগেই জাতিসংঘ জানিয়েছিল, বৈঠকে তালেবান প্রশাসনের সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির ওপর জোর দেবে না।