রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রেম অপরিমিত, সীমাহীন। এই কথাগুলো আগে শুনলেও আজ তা উপলব্ধি করতে সক্ষম হবেন। উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। আপনি যদি বিনম্র ও সহায়ক হন তাহলে সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। সপ্তাহের শেষদিকে মানুষেরা আপনার ওপর বিশেষ খুশী হবে না, সে আপনি সন্তুষ্ট করার যতই চেষ্টা করুন। সাবধানে চলাফেরা করবেন।