চলতি বছর অনুষ্ঠিত হওয়া কনজিউমার ইলেকট্রনিকস শোতে থিংকফোন উন্মোচন করে মটোরোলা। সম্মেলনের পর এবার যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোনটি বাজারজাতের কথা জানিয়েছে কোম্পানিটি। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে ডিভাইসটি বাজারজাতের কথা জানিয়েছিল। খবর গিজমোচায়না।
বিভিন্ন দেশের মধ্যে অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও এশিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চল রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কবে ডিভাইসটি আনা হবে বা মূল্য কেমন হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। যুক্তরাজ্যের বাজারে ৮৯৯ দশমিক ৯৯ পাউন্ডে থিংকফোন বিক্রি করছে মটোরোলা। যুক্তরাষ্ট্রে আরো সাশ্রয়ী মূল্যে ৬৯৯ ডলার ৯৯ সেন্টে বিক্রির উদ্যোগ নিয়েছে।