আদিবাসীদের মুক্তির পথ খুঁজতে হবে: সন্তু লারমা

সমকাল প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ২১:৩২

আজকে দেশের বাস্তবতায়– সমাজে যারা নিপীড়িত, নিগৃহীত, সব ক্ষেত্রে লাঞ্ছনা-বঞ্চনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে, তাদের দেখার কেউ নেই। পানির কারণে আদিবাসীরা আত্মহত্যা করছে। এটাই বাস্তবতা। নানা ক্ষেত্রে আদিবাসীদের কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। তাই রাজনৈতিক দিকদর্শন নিয়ে আদিবাসীদের মুক্তির পথ খুঁজে বের করতে হবে। 


আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী ফোরামের পঞ্চম জাতীয় সম্মেলন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সম্মেলনে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং পাহাড় ও সমতলের আদিবাসীদের পক্ষে ১২ দফা দাবি তুলে ধরেন। সভায় আলোচকরা ১২ দফার প্রতি সমর্থন জানিয়ে অদিবাসী জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান। 


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নিরাপত্তার চশমা দিয়ে আদিবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে শুধু পার্বত্যাঞ্চল নয়, সমতলসহ সারাদেশের আদিবাসীদের সমস্যা সমাধানের আন্দোলন শুরু হয়ে গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us