সিঙ্গাপুরকে হারাতে আত্মবিশ্বাসী জয়নব-প্রীতিরা

সমকাল প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ২১:৩২

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশি মেয়েরা। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আগামী রোববার প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। এই ম্যাচের পরেই নির্ধারণ হবে ডি গ্রুপ থেকে কোন দল খেলবে পরের বাছাইপর্ব।


এক ম্যাচ শেষে বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দলেরই সমান ৩ পয়েন্ট। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে বাংলাদেশ পিছিয়ে আছে। সিঙ্গাপুর তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৭ গোলে, আর বাংলাদেশ জিতেছিল ৬ গোলে। ফলে বাংলাদেশ ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরের রাউন্ডে উঠে যাবে। 


শুক্রবার সকালে আগের মতোই খেলার ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের দল। এক ঘণ্টা ঘাম ঝরিয়েছেন রুমা-থুইনুরা। তাদের সবার চেহারায় আত্মবিশ্বাসের ছাপ। জয়ের আত্মতুষ্টিতে ভুগে ম্যাচ হেলায় হারাতে চায় না ফুটবলাররা। আবারো নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য জয়নব-প্রীতিদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us