বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন দেশে গিয়ে কাজ করলে আয় বাড়ে ২০০ শতাংশের বেশি। বিপরীতে দেশের ভেতরে কাজের খোঁজে অন্যত্র পাড়ি জমানোর ফলে এই আয় বাড়ে ২০ শতাংশ। মঙ্গলবার বিশ্বব্যাংক গ্রুপ প্রকাশিত অভিবাসন, শরণার্থী ও সমাজ শীর্ষক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-এ এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসিত হলে আয় বাড়ে সবচেয়ে বেশি। যা ৩০০ শতাংশের বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র বাদে বাংলাদেশিদের আয় বেশি বাড়ে মালয়েশিয়াতে। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের খরচ হয় সবচেয়ে বেশি। কাজের জন্য বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ হলো সংযুক্ত আরব আমিরাত।