আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন ধীরে ধীরে জমে উঠছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে নির্বাচন করছেন। বর্জনের ঘোষণা দেওয়ায় বিএনপি, জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী মেয়র পদে দলীয় প্রতীক নিয়ে এখনো মাঠে নামছেন না। তবে স্বতন্ত্র হিসাবে মাঠে নামার সম্ভাবনা এখনো শেষ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যদিও বিএনপির হাইকমান্ড নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মেয়র প্রার্থীরা সেভাবে প্রচারে নামেননি। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা অনেকটা নির্ভার। সেদিক থেকে এবারের সিটি নির্বাচনে এখন পর্যন্ত মেয়রের চেয়ে কাউন্সিলর প্রার্থীরাই বেশি ব্যস্ত। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাইছেন। কাউন্সিলর পদে দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বিএনপি-জামায়াতের প্রার্থীরা মাঠে আছেন। ১৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা, বরিশাল এবং ২১ জুন রাজশাহী সিলেটে ভোট হবে।