ডিম-মুরগির দাম বাড়তি, সবজিতে স্বস্তি

প্রথম আলো প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:৩২

ঈদের পর বাজার এখনো কিছুটা ঢিমেতালে চলছে। রাজধানীর দোকানপাট সেভাবে খোলেনি। বাজারে পণ্যের সরবরাহ কম, ক্রেতারাও বাজারমুখী হননি। এতে পচনশীল পণ্য সবজির দাম কমছে। রোজা শেষ হওয়ায় নতুন করে ডজনপ্রতি ডিমের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আর মুরগির দাম আগেই বেড়ে আছে।


বাজারে চাল, ডাল, আটা-ময়দা, সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম কমেনি। উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। তবে চিনির বাজার নিয়ে দুশ্চিন্তা কাটছে না। বাজারে চিনির সরবরাহ কম, বিক্রি হচ্ছে আগের মতো বাড়তি দামে।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, মগবাজার ও তেজগাঁওয়ের কলমিলতা বাজার ঘুরে দেখা গেছে, মগবাজার ও মহাখালী বাজারে অর্ধেকের মতো দোকান খুলেছে। কলমিলতা কাঁচাবাজারের প্রায় সব দোকান বন্ধ। দু-একটা দোকান খুলেছে। বাজারে ক্রেতাও খুব কম। এর মধ্যে বাজারে সবজির দামে বেশ স্বস্তি দেখা গেছে। দু-একটি বাদে অধিকাংশ সবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যে।


বেলা ১১টায় মগবাজার ও দুপুর ১২টায় মহাখালী বাজারে করলা, ঢ্যাঁড়স, পটোল, চিচিঙ্গা, ধুন্দুল ও ঝিঙে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। রোজায় বেগুনের দাম বেশি থাকলেও এখন বেশ সস্তা। কেজি ৫০ থেকে ৬০ টাকা। টমেটোর কেজি ৪০ থেকে ৫০ টাকা। মাঝারি আকারের প্রতিটি লাউ ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সবজির মধ্যে কেবল কাঁকরোল ও শসার দাম বেশি। কাঁকরোল ১০০ থেকে ১১০ টাকা এবং শসা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us