চল্লিশ বছরের মধ্যে প্রথমবার দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাবে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এই ঘোষণা দিলো সিউলের নিরাপত্তা করতে অঙ্গীকারবদ্ধ ওয়াশিংটন। দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ়তার প্রদর্শন হিসেবে এটি পাঠানো হচ্ছে। বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বুধবার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল। সফরে তিনি বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় এই পারমাণবিক সাবমেরিন সিউলের পাঠানোর কথা ঘোষণা দেওয়া হয়।