রাজধানী ঢাকায় বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
এই তাপমাত্রা কোথাও থাকলে সেখানে তাপপ্রবাহ বয়ে যায় বলে ধরে নেওয়া হয়। সে হিসেবে আজ ঢাকায় মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।