এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি তাদের জুটি করে ছোট পর্দার সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করেছেন একক নাটক ‘আক্ষেপ’। ঈদ আয়োজনে নাটকটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
পিতা-পুত্রের গল্পের নাটকটি প্রকাশ্যে আসতেই সব মহলের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে এতে ফারহানের অভিনয় প্রশংসিত হয়েছে। নাটকে প্রতিবন্ধী এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন ফারহান। এ ধরনের গল্পে এবারই প্রথম কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। নাটকটি নিয়ে আশাবাদী তিনি।
নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ বলেন, গত চার বছর ধরেই গল্পটি মাথায় রয়েছে। অবশেষে কাজটি করা হলো। কাজটা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। গল্পটি পিতা-পুত্রের। আমাদের দেশে প্রতিবন্ধীদের নিয়ে সেরকম কাজ নির্মাণ হতে দেখি না। মানুষকে নাড়া দেবে এখানে সেরকম গল্পের কাজ হয় না বললেই চলে। সমাজ সচেতনতার জন্য এই কাজটি নির্মাণ।