শাওমির নতুন ফোন শাওমি ১৩ আলট্রা মূলত একটি ক্যামেরানির্ভর ফোন। যাঁদের ফোন কেনার অন্যতম উদ্দেশ্য ছবি তোলা, তাঁদের জন্য আদর্শ হতে পারে শাওমির নতুন এই ফোন। তবে ফোনটির আরেকটি সুবিধা নজর কেড়েছে সবার। ফোনটি শেষ ১ শতাংশ চার্জে চলবে ১ ঘণ্টা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, আপাতত এই ফোন চীনে কিনতে পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে। শাওমির সিইও লেই জুন বলেন, ‘শাওমি ১৩ আলট্রা একটি ‘প্রফেশনাল ইমেজিং ডিভাইস’ হতে চলেছে। এই ফোন ব্যবহার করলে আপনাকে আর ডিএসএলআর ব্যবহার করতে হবে না।’