হজ: এক দিনের বিশেষ সুযোগেও পূরণ হল না কোটা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১০:২৭

চলতি বছর হজ করতে আগ্রহীদের নিবন্ধনে জন্য এক দিনের বিশেষ সুযোগ দিয়েছিল সরকার; তাতে আরও ৭৯৬ জন নিবন্ধন করলেও কোটা পূরণে ৬ হাজার ৭০৭ জনের ঘাটতি থেকে গেল।


নিবন্ধনের সময় আট বার বৃদ্ধির পর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধে মঙ্গলবার একদিনের জন্য নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হয়।


এই এক দিনে সরকারি ব্যবস্থাপনায় জহের জন্য নিবন্ধন করেছেন ৩৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫৭ জন।


সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ রয়েছে।


এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকি এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ।


কিন্তু আটবার সময় বৃদ্ধি এবং এক দিনের বিশেষ সুযোগের পর সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১০ হাজার ৭৪ জন। তাতে কোটা পূরণে বাকি ৪ হাজার ৯২৬ জন।


আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন এক লাখ ১০ হাজার ৪১৭ জন; কোটা পূরণে বাকি এক হাজার ৭৮১ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us