গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সকালে চাঙ্গি কারাগারে ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬)। তিনি ২.২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তাঙ্গারাজু সুপিয়াহর পরিবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে। কারাগার থেকে পরিবারের হাতে একটি মৃত্যু সনদ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঙ্গারাজুর বোন লীলাবতী সুপিয়াহ।
সেন্ট্রাল নারকোটিকস ব্যুরোর (সিএনবি) বিবৃতি অনুসারে, এক কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকায় ২০১৮ সালে তাঙ্গারাজুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে তার আপিল খারিজ করে দেন আদালত। রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা তার ক্ষমার জন্য জনসমক্ষে আবেদন করেছিলেন।