আলো-আঁধারির ছবিতে সিদ্ধহস্ত, তাই বলে অন্য ঘরানার ছবি করবেন না? বিরক্ত অনুরাগ কাশ্যপ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১৬:২৮

একুশ শতকের গোড়ার দিক থেকে পথচলা শুরু। প্রথম ছবি, ‘ব্ল্যাক ফ্রাইডে’। আলো-আঁধারির জগতের গল্প বলা দিয়েই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ অনুরাগ কাশ্যপের। তার পরে পরিচালনা করেছেন ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘রমন রাঘব ২’-এর মতো ছবি। এই ঘরানার ছবির মাধ্যমে সাফল্যও পেয়েছেন অনুরাগ। অন্ধকার জগতের মনস্তত্ত্বকে সুচারু ভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য দর্শক ও সমালোচকের দ্বারা প্রশংসিত হয়েছেন পরিচালক। স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক মঞ্চেও। তবে সম্প্রতি নিজের গতে বাঁধা পরিচয় থেকে বেরোতে চাইছেন অনুরাগ। এক সময় চুটিয়ে গ্যাংস্টার ঘরানার ছবি করেছেন বলেই কি চিরকাল ওই ধরনের ছবিই করবেন? চারপাশের লোকজনের প্রত্যাশার চাপে রীতিমতো বিরক্ত ‘মনমর্জ়িয়াঁ’ খ্যাত পরিচালক।


সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবি ‘কেনেডি’-র পোস্টার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভট্ট ও সানি লিওন। মুক্তি পাওয়ার আগেই ইতিমধ্যে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি অর্জন করেছে ‘কেনেডি’। ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসবেই প্রিমিয়ার হতে চলেছে অনুরাগ পরিচালিত এই ছবির। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছবির পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুরাগ। এখনও পর্যন্ত যত ছবি পরিচালনা করেছেন তিনি, সেই সব ছবির থেকে আলাদা ‘কেনেডি’, এ কথা এক সাক্ষাৎকারে জানান পরিচালক অনুরাগ কাশ্যপ।


ওই সাক্ষাৎকারেই অনুরাগ জানান, ‘‘এখনও পর্যন্ত আমি যা যা ছবি করেছি, সবগুলোই আমার নিজের পছন্দের। আমি এমন কোনও কিছুই করবই না, যা আমার পছন্দ নয়। কিন্তু অতিমারি ও লকডাউন, মাঝে ‘ফ্যান্টম’ নিয়ে যে গোলমাল হল... সব মিলিয়ে খুব ঘেঁটে ছিলাম। সেই সময় অন্য লোকজনের চিত্রনাট্যেও আমি কাজ করেছি। অন্যদের ছবির চিত্রনাট্য লিখেছি।’’ অনুরাগ আরও বলেন, ‘‘সবাই আমার কাছ থেকে শুধু গ্যাংস্টার জাতীয় ছবিই প্রত্যাশা করেন। আমি এই প্রত্যাশার চাপে ক্লান্ত। আমি যদি কোনও নতুন কিছু নিয়ে উৎসাহ না পাই, তা হলে কেন সেই কাজ করব!’’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us