ঈদের পরদিনও ঢাকা ছেড়েছেন ১২ লাখের বেশি সিমধারী

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১৮:৩৬

ঈদ শেষ হয়েছে। তবে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের পরদিন গতকাল রোববার ১২ লাখ ২৮ হাজার ৮০১ সিমকার্ডধারী ঢাকা ছেড়েছেন। এ নিয়ে এক কোটির বেশি মানুষ এবারের ঈদের ছুটিতে ঢাকা ছাড়লেন। অপরদিকে অফিস-আদালত খুলে যাওয়ায় আজ সোমবার কর্মজীবীরা ঢাকায় ফিরতেও শুরু করেছেন।


ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে গতকাল রোববার ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় আসার মানুষের তথ্য তুলে ধরা হয়। আজ সোমবার ওই পোস্টে তিনি জানান, ঈদের পরদিন গ্রামীণফোনের ৪ লাখ ৩৬ হাজার ৫৫৯ সিমধারী, রবির ২ লাখ ৬৫ হাজার ১৩৩ সিমধারী, বাংলালিংকের ৫ লাখ ২০ হাজার ৭৩৯ সিমধারী ও টেলিটকের ৬ হাজার ৩৭০ সিমধারী ঢাকা ছেড়েছেন। আর ১৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৮৭।


অন্যদিকে ঈদের পরদিন ঢাকায় ঢুকেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ৮৯৯, রবির ৪৯ হাজার ৫৬২, বাংলালিংকের ৩ লাখ ২২ হাজার ৪৯২, টেলিটকের ১৯ হাজার ৬৬৬ সিমধারী রয়েছেন। গত ৬ দিনে ঢাকায় ঢুকেছেন মোট ৩২ লাখ ৮৩ হাজার ৪১০ সিমধারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us