এক মাসের কম সময়ে ভারতের মধ্যপ্রদেশে মারা গেলো আরও একটি চিতাবাঘ। ৬ মাস বয়সী চিতার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বন কর্তৃপক্ষ। রবিবার (২৩ এপ্রিল) কুনো জাতীয় উদ্যানে চিতাটির মৃত্যু হয়। মৃত চিতার নাম উদয়।
ফেব্রুয়ারিতে দ. আফ্রিকা থেকে প্রথম দফায় যে ১২ চিতা ভারতে আনা হয়েছিল তার সদস্য ছিল উদয়। ১২টির মধ্যে ৭টি পুরুষ, ৫টি মাদি। গত বছর সেপ্টেম্বর এবং এ বছর ফেব্রুয়ারিতে দু’ দফায় নামিবিয়া ও দ. আফ্রিকা থেকে মোট ২০টি চিতা আনা হয়েছিল। গত মাসে কিডনি সংক্রমণের জেরে কুনো জাতীয় উদ্যানেই মারা যায় সাশা নামের একটি স্ত্রী চিতা।
বিশ্বে এখন প্রাকৃতিক পরিবেশে মাত্র ৭ হাজারের মতো চিতা টিকে আছে। প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিগুলোর যে তালিকা করেছে, তাতে চিতাকে বিপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।