গরমে ওজন কমাতে পান করুন ৩ পানীয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১০:২৭

গরমে ঠান্ডা কিছু পান না করলে যেন প্রশান্তি মেলে না। তাই বলে বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয় পান না করাই ভালো। এগুলো ওজন বাড়িয়ে দেয়। তার চেয়ে বরং সুস্থ থাকতে ও ওজন কমাতে গরমে নিয়মিত পান করুন ৩ ওয়েট লস ড্রিংকস। আরও পড়ুন: ডায়েট ছাড়া ওজন কমানোর সেরা ছয় উপায় লেবু-আদার পানীয়


উপকরণ ১. পানি ১ লিটার ২. লেবু ২টি৩. আদা ১ ইঞ্চি৪. গোলমরিচ সামান্য ও৫. মধু ১ চা চামচ মধু।


পদ্ধতি


একটি বড় প্যানে ১ লিটার পানিতে দুটি লেবুর খোসা, গোলমরিচ ও আদা মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। লেবুর খোসা সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এরপর ঠান্ডা করে পানি ছেঁকে একটি বড় গ্লাসে ঢেলে দিন। এরপর পানীয়ে মধু ও লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। নিয়মিত পান করলে ওজন কমবে আবার গরমে স্বস্তিও মিলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us