ওরে ও নতুন ঈদের চাঁদ

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৭:৩৫

‘ওরে ও নতুন ঈদের চাঁদ/ তোমায় হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ’—কবি কাজী নজরুল ইসলামের গীতিকবিতার এই চরণ দুটি আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ঈদ কবে হবে, তা সব সময়ই চাঁদ দেখার ওপর নির্ভর করে। চাঁদ কবে দেখা যাবে, তা নিয়ে মহাকাশ-বিশেষজ্ঞরা এবার যা বলছেন, তার মানেটা দাঁড়িয়েছে, আজ শুক্রবার আমরা তাকিয়ে রইব পশ্চিমাকাশে। আজ চাঁদ দেখা যেতেও পারে, না-ও পারে।


জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব আমরা। দেশের কোথাও চাঁদ দেখা গেল কি গেল না, তা নির্ধারণ করে তারা আমাদের জানাবে। তাহলে সংবাদপত্রের পুরোনো শিরোনামটাই আজ প্রযোজ্য, ‘আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ।’ হিসাবটা বেশ সোজা, আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর, না হলে পরশু রোববার ঈদ। এরই মধ্যে আমরা জেনে গেছি, সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। সেখানে আজ ঈদ।


২৯ রোজা হলে তো কথাই নেই, ৩০ রোজার শেষেও সন্ধ্যায় যখন বেজে ওঠে ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’, তখন সত্যিই আনন্দের হিল্লোল বয়ে যায় ঘরে ঘরে, অন্তরে অন্তরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us